নীলফামারীতে গৃহবধূকে গলা কেটে হত্যা


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ০১ আগস্ট ২০১৬

নীলফামারীর কিশোরগঞ্জে খালেদা আক্তার (২৮) নামে এক অন্তসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে পুলিশ।

সূত্র মতে, ওই গৃহবধূর স্বামী আজাহারুল ইসলাম ওরফে বাবু নীলফামারীর জলঢাকা উপজেলার হাফিজিয়া মাদরাসার শিক্ষক। তিনি জলঢাকায় থাকতেন।

এলাকাবাসী জানায়, আজ সকালে ওই গৃহবধূর ৫ বছরের শিশু সন্তান খালেক সাইফুল্লা চিৎকার করে কান্নাকাটি করছিল। প্রতিবেশীরা ছুটে এসে দেখতে পায় ঘরের দরজা খোলা। ঘরের ভেতর ওই গৃহবধূর গলা কাটা লাশ বিছানার উপর পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়।

তবে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জাগো নিউজকে জানান, ঘটনাটি রহস্যজনক। ধারণা করে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউল হক।                   

জাহেদুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।