রাজবাড়ীতে জঙ্গিবাদ বিরোধী লিফলেট বিতরণ


প্রকাশিত: ০৫:৫০ এএম, ০২ আগস্ট ২০১৬

`জঙ্গি সন্ত্রাস করবই নির্মূল` এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে পথচারী, দোকান ও সড়কে চলাচলরত যানবাহনের যাত্রীদের এ জঙ্গিবাদ বিরোধী লিফলেট দেন।

LIPLET-BITORON

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক জিনাত অারা, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা তথ্য কর্মকর্তা অালমগীর হোসেন, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অাজমীর হোসেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক প্রমূুখ।

রুবেলুর রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।