খুলনার দুই যুবককে এনে যশোরে হত্যা


প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৫

খুলনার দৌলতপুরের দুই যুবককে যশোরের অভয়নগর উপজেলায় এনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে অভয়নগর উপজেলার ধোপাদী সড়কের নওয়াপাড়া বেহারাপাড়া বিলের মধ্যে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

হত্যাকাণ্ডের শিকার দু’জন হলেন, খুলনার দৌলতপুর থানার দেয়ানা দক্ষিণ পাড়া এলাকার কবির বন্দ’র ছেলে রিপন বন্দ (৩৫) ও পাবলা শিব ঠাকুর পুকুর পাড় এলাকার জগদীশ ঘরামির ছেলে অমৃত ঘরামি (৩২)।

সকালে অজ্ঞাত হিসেবে তাদের লাশ উদ্ধারের পর বিকেলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে কৃষকরা বিলে যাওয়ার সময় ২টি মৃতদেহ হাত, পা ও মুখ বাধা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে। তবে তখন পরিচয় না পাওয়ায় অজ্ঞাত হিসেবে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতদের হাত ও পা, দড়ি এবং মাফলার দিয়ে বাধা ছিল। নিহত দু’জনের শরীরে মাথায়, মুখ, গলায়, বুক ও হাতে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, লাশের পাশে ভাজা, বিস্কুট পড়েছিলো এবং হত্যার সময় নিহত দু’জন গড়াগড়ি করায় ওই জায়গায় প্রচুর রক্তের দাগ রয়েছে।

পুলিশের ধারণা, নিহত দুইজনকে ওই এলাকায় ডেকে এনে হত্যার পূর্বে নেশা জাতীয় কিছু খাইয়ে তাদেরকে অচেতন করে হাত, পা ও মুখ বেঁধে দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে।

অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন জানান, সকালে হত্যাকাণ্ডের শিকার দু’জনের লাশ উদ্ধারের পর বিকেলে পরিচয় সনাক্ত করা হয়েছে। তবে কারা কি কারণে এ দু’জনকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় সনাক্ত হওয়ার পর পুলিশ হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে মাঠে নেমেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।