মানুষ হত্যাকারীরা জাহান্নামে যাবে : নৌমন্ত্রী
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, এদেশে যারা মানুষ হত্যা করে জান্নাতে যেতে চায় তারা জান্নাতে নয়, জাহান্নামে যাবে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়ায় ভাঙনকবলিত ফেরিঘাট এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে যারা নামাজের সময় নামাজ আদায় না করে মানুষ হত্যা করে তারা মুসলমান নয়।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তা না হলে কল্যাণপুরে জঙ্গিদের দমন করা সম্ভব হতো না। আমরা যারা মুসলমান তাদের বিভ্রান্ত করছে জামায়াত ও অন্যান্য উগ্র সংগঠন। এদের বাংলার বুকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী বেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত, রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম প্রমুখ।
পরিদর্শন শেষে দৌলতদিয়া রেস্ট হাউজে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
রুবেলুর রহমান/এসএস/এবিএস