খালেদার সঙ্গে ঐক্য নয় : নাসিম
বিএনপি-জামায়াত জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোনো চক্রান্তই শেখ হাসিনাকে বাধাগ্রস্ত করতে পারবে না। বেগম জিয়া টার্গেট কিলিং ও জঙ্গি হামলা করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। মানুষ হত্যা করে ক্ষমতা দখল করতে চায়। তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না।
শনিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩১ শয্যার হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের নবনির্মিত হাসপাতাল ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি জঙ্গিবাদকে মাথায় তুলে জঙ্গিবিরোধী জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। খালেদার সঙ্গে ঐক্য হবে না, খুনীদের সঙ্গে ঐক্য হতে পারে না। ঐক্য হবে জনগণের সঙ্গে। তাদের ঐক্যের ডাকে কাদের সিদ্দিকীসহ অনেকেই সাড়া দেননি বলেও মন্তব্য করেন নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রযাত্রাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। গোটা বিশ্বে বাংলাদেশের উন্নয়ন রোল মডেলে পরিণত হয়েছে। এ অবস্থায় কোন অপশক্তির কাছে মাথা নত করা যায় না । স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে ওই সকল অপশক্তিকে প্রতিরোধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
বেলকুচি উপজেলা হাসপাতাল চত্বরে স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল।
এতে স্বাগত বক্তব্য দেন, সিভিল সার্জন ডাঃ শেখ মো. মনজুর রহমান, সাবেক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, অ্যাডভোকেট আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার প্রমুখ।
বাদল ভৌমিক/এএম/এমএস