কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ০৯ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

কিশোরগঞ্জে মাদক আইনে শামসুদ্দিন সবুজ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুব উল আলম মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি শামসুদ্দিন সবুজ নেয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বসন্তবাগ গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে। জেলার জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. শাহ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৮ নভেম্বর মাদক দ্রব্য অধিদফতর ভৈরব রেলওয়ে স্টেশন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শামসুদ্দিন সবুজকে আটক করে। এ ব্যাপারে ওই দিন ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

নূর মোহাম্মদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।