জয়পুরহাট জেলা জজসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যার হুমকি
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম এবং ৪০ জন আইনজীবীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের হত্যার হুমকী দিয়ে কাফনের কাপড় পাঠিয়েছে দুর্বৃত্তরা।
এছাড়া বিভিন্ন সরকারি স্থাপনা উড়িয়ে দেওয়াসহ হাইড্রোজেন বোমা ও আত্মঘাতি হামলার হুমকি দিয়েও চিঠি দিয়েছে তারা। গতকাল বুধবার ডাকযোগে এ হত্যার হুমকি দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ঘটনা যাই হোক না কেনো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন, যার নম্বর-৫৪০।
হাতে লেখা ওই চিঠিতে জয়পুরহাটের আদালত ভবন, বিজিবি ক্যাম্প, থানা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশ কিছু সরকারি ভবন হাইড্রোজেন বোমা ও আত্মঘাতি হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ছাড়া ৪০ জন আইনজীবীসহ জেলার বেশ কিছু ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে হত্যা করা হবে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই ডাক যোগে একই ধরনের হুমকী দিয়ে চিঠি দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
রাশেদুজ্জামান/এফএ/এমএস