জয়পুরহাট জেলা জজসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যার হুমকি


প্রকাশিত: ১১:৩৫ এএম, ১১ আগস্ট ২০১৬

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম এবং ৪০ জন আইনজীবীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের হত্যার হুমকী দিয়ে কাফনের কাপড় পাঠিয়েছে দুর্বৃত্তরা।

এছাড়া বিভিন্ন সরকারি স্থাপনা উড়িয়ে দেওয়াসহ হাইড্রোজেন বোমা ও আত্মঘাতি হামলার হুমকি দিয়েও চিঠি দিয়েছে তারা। গতকাল বুধবার ডাকযোগে এ হত্যার হুমকি দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ঘটনা যাই হোক না কেনো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন, যার নম্বর-৫৪০।

হাতে লেখা ওই চিঠিতে জয়পুরহাটের আদালত ভবন, বিজিবি ক্যাম্প, থানা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশ কিছু সরকারি ভবন হাইড্রোজেন বোমা ও আত্মঘাতি হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ছাড়া ৪০ জন আইনজীবীসহ জেলার বেশ কিছু ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে হত্যা করা হবে বলেও ওই চিঠিতে উল্লে­খ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই ডাক যোগে একই ধরনের হুমকী দিয়ে চিঠি দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

রাশেদুজ্জামান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।