আবদুল মালেক কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০২:২২ পিএম, ১১ আগস্ট ২০১৬

আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের নামে তার জন্মস্থান নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের বাঁধের হাটে প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বাঁধেরহাট-ওদারহাট সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এসময় সড়কে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ রাখেন এবং সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

মানববন্ধনে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শিহাব উদ্দিন শাহীন বলেন, দীর্ঘ ৪২ বছরের ঐতিহ্যবাহী কলেজটি আশপাশের ১০ কিলোমিটার এলাকায় উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান। কলেজটির ছাত্র-ছাত্রীদের মেধা, নিয়ম-শৃঙ্খলাসহ সবকিছু উন্নত হলেও আজও তা জাতীয়করণ করা হয়নি। অথচ এ কলেজের চেয়ে অপেক্ষাকৃত নতুন কলেজগুলোকে জাতীয়করণ করা হচ্ছে। কলেজটি দ্রুত জাতীয়করণের করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেন তিনি।

মিজানুর রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।