উপকূল এক্সপ্রেস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার সকালে পরিত্যক্ত অবস্থায় একটি কন্টেনার থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলা এ অভিযানে ট্রেনের ইঞ্জিনের ৪নং বগি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কন্টেইনার থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আখাউড়া রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস