নরসিংদীতে জঙ্গি সন্দেহে দুইজন আটক


প্রকাশিত: ১০:৪২ এএম, ১৪ আগস্ট ২০১৬

নরসিংদীর ভেলানগর থেকে জঙ্গি সন্দেহে দুজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার রাতে শহরের ভেলানগর এলাকার মানিক রোড থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার আমেনা বেগম। এ সময় অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আটকরা হলেন, শিবপুর উপজেলার মো. শিবপুর থানা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহাবুবুল আলম (২৫) ও মনোহরদী উপজেলার মনোহরদী থানা ছাত্রশিবিরকর্মী মিজানুর রহমান (২২)।

পুলিশ জানায়, গতকাল রাতে টহল চলার সময় সদর মডেল থানা পুলিশের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে তাঁদের একটি ব্যাগ তল্লাশি চালিয়ে একটি চাপাতি, নকল চুল, ধুতিসদৃশ কাপড়, তসবিহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তারা পুরোহিত সেজে কোনো নাশকতার পরিকল্পনা করছিলেন।

সঞ্জিত সাহা/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।