চট্টগ্রাম বিভাগে হরতাল চলছে
চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। জোটের নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন, মিথ্যা মামলার প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে হরতালের ডাক দেয়া হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টায় হরতাল শুরুর পর এ পর্যন্ত অপ্রীতিকর কোনো খবর পাওয়া যায়নি। অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম নগরী ও জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, সহিংসতা মোকাবেলায় মাঠে দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম ২০ দলীয় জোটের আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী সোমবার বিকেলে হরতালের ডাক দেন।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এ হরতালের ডাক দেয়া হয়েছে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর একান্ত সহকারি মোহাম্মদ সেলিম।
বিএ