মেঘনা নদীতে পণ্যবাহী কার্গো ডুবি : ক্রুসহ উদ্ধার ১৩


প্রকাশিত: ১১:৪০ এএম, ১৪ আগস্ট ২০১৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজের ক্রুসহ ১৩জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার সকাল ১০টার দিকে হাতিয়ার কেরিংচর এলাকায় মেঘনা নদীতে কার্গোটি ডুবে যায়। কার্গোটি উদ্ধারের জন্য স্থানীয় নৌ পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে গেছেন।  

প্রত্যক্ষদর্শী সি-ট্রাকের যাত্রী আফজল হোসেন জানান, সকালে তিনি সি-ট্রাকে করে হাতিয়া যাচ্ছিলেন। পথে কার্গো জাহাজটি তিনি ডুবে যেতে দেখেন।

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এ সময় জাহাজের ক্রুসহ ১৩জনকে উদ্ধার করা হয়।

হাতিয়া কোস্টগার্ডের কমান্ডার মনিরুল ইসলাম জানান, রাতে চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে একটি কার্গো ঢাকার উদ্দেশে রওনা দেয়। সকালে হাতিয়া উপকূল অতিক্রম করার সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে কার্গোটি ডুবে যায়। নদী উত্তাল থাকার কারণে ঘটনাস্থলে যেতে বেশি সময় লাগছে। জাহাজটি উদ্ধারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

মিজানুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।