সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১৫ আগস্ট ২০১৬

নোয়াখালীর চৌমুহনী শহরের কলেজ রোড এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশু নুসরাত জাহান সাইমুনের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১ টার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির বাবার নাম জাবেদ।

স্থানীয় এলাকাবাসী ও চৌমুহনী ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন মাস্টার মো. হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, বেলা ১১টার দিকে চৌমুহনী কলেজ রোডস্থ মফিজ কন্ট্রাকটরের বাড়ির সেপটিক ট্যাংকের মুখ খোলা থাকায় শিশুটি হাঁটার সময় এর ভিতরে পড়ে যায়।

খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।