নোয়াখালীতে শিক্ষার্থীদের গ্রাফিক নভেল-১ মুজিব বই বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ২৬টি ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গ্রাফিক নভেল-১ মুজিব বই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীনারায়পুর উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালী-২ বেগমগঞ্জের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ জেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯০০ শিক্ষার্থীর হাতে এ বই তুলে দেন। তার ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
মামুনুর রশিদ কিরণ বলেন, কেমন ছিলেন ছেলেবেলার মুজিব, শিল্পীর কল্পনার সঙ্গে বাস্তবের ঘটনাগুলো মিলিয়ে আজকের শিশুদের সামনে এলেন বাঙালির প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ বইয়ের মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে আরো বেশি জানবে এবং দেশপ্রেমে আরো বেশি উদ্বুদ্ধ হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র মজুমদার, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু, লক্ষীনারায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফি উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে রচিত ও চিত্রিত ‘মুজিব’ একটি গ্রাফিক নভেল। বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই গ্রাফিক নভেলটির প্রকাশক।
মিজানুর রহমান/এএম/এবিএস