হিলারি ক্লিনটনের পক্ষে নোয়াখালীতে প্রচারণা


প্রকাশিত: ১০:১১ এএম, ১৬ আগস্ট ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে এক ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন নোয়াখালীর মুক্তিযোদ্ধা ও পরিবেশ কর্মী এনাম আহসান।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের ভোট দেয়ার অনুরোধ জানিয়ে হিলারির পক্ষে লেখা একটি ব্যানার নিয়ে মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ব্যতিক্রমী এই প্রচারণা চালান তিনি।

মুক্তিযোদ্ধা এনাম বলেন, হিলারি ক্লিনটন একজন মানবতাবাদী মানুষ। তাই তিনি উদ্বুদ্ধ হয়ে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

মিজানুর রহমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।