নীলফামারীতে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু
প্রতীকী ছবি
নীলফামারীতে পুকুরে ডুবে চার বছর বয়সী দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। বুধবার নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা গ্রামের পুকুর হতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলো- ওই গ্রামের দিলিপ মিয়ার ছেলে তানজিদ ইসলাম ও পার্শ্ববর্তী ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের উত্তর গয়াবাড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে জান্নাতুন (৪)। এরা সর্ম্পকে মামাতো ফুফুতো ভাই বোন।
পাঙ্গামটকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জান্নাতুন ১০ দিন আগে ডিমলা থেকে মায়ের সঙ্গে মামা দিলিপ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরের পর শিশু দুইজন খেলার ছলে সকলের অগোচরে বাড়ির কাছের পুকুরে ডুবে যায়।
তাদের না দেখে খুঁজতে থাকে পরিবারের লোকজন। অবশেষে বিকালে পুকুরে দুই শিশুর লাশ ভেসে উঠে। এ ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জাহেদুল ইসলাম/এসএস/আরআইপি