৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ


প্রকাশিত: ০৭:০২ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক নারী ও শিশুসহ চার বাংলাদেশি নাগরিককে বিজিবি`র কাছে ফেরত দিয়েছে বিএসএফ।

শনিবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে আটক বাংলাদেশিদের ফেরত দেয় বিএসএফ।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ পাঞ্জুড়া গ্রামের কুমুদ চন্দ্র দাসের ছেলে রমেন চন্দ্র দাস, তার স্ত্রী স্বপ্না রানী দাস, তার ছেলে সনয়ন চন্দ্র দাস এবং নওগাঁর আত্রাই উপজেলার শক্তিগাছা গ্রামের খোদা বকসের ছেলে নজরুল ইসলাম।

ফেরত আসা বাংলাদেশিরা জানান, তারা গত বৃহস্পতিবার হিলি সীমান্ত দিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর জন্য অবৈধপথে ভারতে প্রবেশ করেন। এরপর হিলি বাসস্ট্যান্ড থেকে বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নান জানান, ফেরত আসা বাংলাদেশিদের কাগজপত্রের প্রক্রিয়া সম্পন্ন করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।