নরসিংদীতে জাল টাকা ও মেশিনসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০৭:৫০ এএম, ২৬ আগস্ট ২০১৬

নরসিংদীতে ৭ লাখ জাল নোট ও টাকা তৈরির মেশিনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আমেনা বেগম এই তথ্য জানান।
 
পুলিশ সুপার আমেনা বেগম জানান, গোপন সংবাদের ভিক্তিতে জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে একটি দল মাধবদী থানার মাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ জাল টাকাসহ জালনোট চক্রের পটুয়াখালীর কাউছার আহমেদ ও মাদারীপুরের হাফিজুল হাওলাদারকে গ্রেফতার করে।

পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জামাদি একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, ১০০ এবং ৫০০ টাকার জল ছাপের কাগজ, এক পৃষ্ঠা ছাপানো ১০০০ টাকার জাল নোটের কাগজ ও টাকা ছাপ দেওয়ার জন্য কাঠের ডাইস উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত কাউছার আহমেদ এর আগেও জাল টাকাসহ রাজধানীর ঢাকার বিভিন্ন থানায় ৪বার গ্রেফতার হয়েছে। সম্প্রতি জেল থেকে জামিনে বের হয়ে পুনরায় সে জাল টাকা তৈরি শুরু করে।

আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে তারা জাল টাকা তৈরি করে বিভিন্ন ব্যাক্তি ও ব্যাংকের কর্মকর্তার মাধ্যমে বাজারে ছড়িয়ে দিচ্ছে। তারা এক লাখ জাল টাকা বৈধ ২২ হাজার টাকায় বিক্রি করে থাকে।

সঞ্জিত সাহা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।