বেতনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৬ আগস্ট ২০১৬

সাতক্ষীরা সদর উপজেলার বেতনা নদীর নেহালপুর এলাকা থেকে জাহিদ হাসান (১৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত জাহিদ হাসান সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুর রহমান ঢালীর ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে জাহিদসহ তার বন্ধুরা বেতনা নদীর ধারে ফুটবল খেলছিল। সবাই রাতে বাড়ি ফিরে গেলেও জাহিদ ফেরেনি। পরে স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও জাহিদের খোঁজ পায়নি।

একপর্যায়ে নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, বেতনা নদীর নেহালপুর এলাকায় শুক্রবার বিকেলে ফুটবল খেলা শেষে সুপারিঘাটা ব্রিজ থেকে ৭-৮ জন ছেলে নদীতে লাফ দিয়ে গোসল করছিল। এ সময় নদী থেকে অন্য বন্ধুরা উঠতে পারলেও জাহিদ তীরে উঠতে পারেনি। অবশেষে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে বিকেলে বেতনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

আকরামুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।