কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল


প্রকাশিত: ০৯:১৪ এএম, ৩০ আগস্ট ২০১৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায় আপিলে বহাল থাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধারা।

রায় প্রকাশের পর দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে শহরে আনন্দ মিছিল বের করা হয়। পরে জেলার মুক্তিযোদ্ধারা একে অপরকে মিষ্টি খাইয়ে উল্লাস প্রকাশ করেন।

এ সময় বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মো. আব্দুল মান্নান, ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট বাসির উদ্দিন ফারুকী ও সদর উপজেলা কমান্ডের সভাপতি মো. মতিউর রহমান।

নূর মোহাম্মদ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।