কিশোরগঞ্জে বিএনপির পাল্টাপাল্টি প্রতিষ্ঠাবার্ষিকী পালন


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

কিশোরগঞ্জে পাল্টাপাল্টি প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা বিএনপির দুই গ্রুপ। তবে পুলিশি বাধায় সংক্ষিপ্ত পরিসরেই কর্মসূচি শেষ করতে হয়েছে দুই গ্রুপকেই।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। কিন্তু কালীবাড়ি মোড় এলাকায় মিছিলটি আটকে দেয় পুলিশ।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার বাধন, সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল, জেলা বিএনপি নেতা জাহাঙ্গির আলম মোল্লা, জেলা যুবদল সভাপতি মো. শরীফুল ইসলাম শরীফ, জেলা জাসাসের সভাপতি সন্ধীপ রায়, জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান পার্ণেল প্রমূখ মিছিলে অংশ নেন। এরআগে উপজেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

kishoreganj

অপরদিকে কেন্দ্রিয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমের নেতৃত্বে শহরের রথখোলা এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি মিছিল বের হয়। মিছিলটি আখড়াবাজার মোড়ে এলে সেখানে এটি আটকে দেয় পুলিশ। পরে আখড়াবাজার মোড়েই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

এসময় বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিরুজ্জান, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সাবেক এমপি কবীর উদ্দিন আহমেদ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মো. জালাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি নিজাম উদ্দিন খান নয়ন ও জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাজমুল ইসলাম প্রমূখ।

তবে পাল্টাপাল্টি কর্মসূচি হলেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম দুটি কর্মসূচিতেই অংশ নেন।

নূর মোহাম্মদ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।