সাতক্ষীরা সদর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা


প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

শিক্ষাই প্রথম, বাল্যবিয়েকে লাল কার্ড এই স্লোগানে সাতক্ষীরা সদর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ।
 
প্রধান অতিথি বলেন, সমাজকে বাল্যবিয়েকে মুক্ত করে শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। যাতে করে শিশুর উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত হয়। বাল্যবিয়ে সমাজের এক ব্যাধি। সকলে মিলে এই ব্যাধি দূর করতে হবে। এজন্য তিনি সব শ্রেণির মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ.লীগ সভাপতি মুনছুর আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ।

এ সময় বিভিন্ন স্কুল, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, মাওলানা, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দীপালোক একাডেমির আয়োজনে বাল্যবিয়ের কুফল ও জনসচেতনতার উপর একটি নাটক অনুষ্ঠিত হয়।

আকরামুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।