লক্ষ্মীপুরে দুই ভুয়া চিকিৎসককে জরিমানা


প্রকাশিত: ০৩:০২ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের দুলাল মজুমদার ও শহীদ উল্লাহ স্বপন নামে দুই ভুয়া চিকিৎসককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান এ জরিমানা করেন।

সদর উপজেলা প্রশাসন জানায়, উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে দীর্ঘদিন যাবত গৌরাঙ্গ মজুমদারের ছেলে দুলাল মজুমদার নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ দাবি করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। সম্প্রতি সদরের পূর্ব দিঘলী গ্রামের মৃত আবদুর রবের ছেলে আজিজ উল্লাহ তার অপচিকিৎসার শিকার হয়ে মারা যান।

অপরদিকে, একই বাজারে শহীদ উল্লাহ স্বপন নিজেকে সার্জন চিকিৎসক দাবি করায় তাকেও জরিমানা করা হয়।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে দুলাল মজুমদারকে দুই লাখ টাকা ও শহীদ উল্লাহ স্বপনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কাজল কায়েস/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।