জামায়াতের অর্থ যোগানদাতাকে ছাড়াতে টাকার ছড়াছড়ি


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের অর্থ যোগানদাতা ও শীর্ষ মানব পাচারকারী আক্তারুল শেখকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জাগো নিউজকে জানান, শুনেছি আক্তারুল নামের একজনকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। তার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আক্তারুল শেখের বাবা আতিয়ার শেখ বুধবার সকালে তালার শিবপুর এলাকায় আলাপকালে জানিয়েছেন ছেলে আক্তারুলকে মঙ্গলবার বেলা ৩টায় তালা সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনকালে সাদা পোশাকে তুলে নিয়ে যায় দুই পুলিশ। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ত্রিশ লাখ টাকা দিয়েছি, লাগলে আরো দেব। যত টাকা চাই দেব। আক্তারুলকে জেলে যেতে দেব না। শধু আক্তারুলের বাবা নয় আস্ফালন করে বিভিন্ন স্থানে এসব কথা বলছেন তার পরিবারের বাকি সদস্যরাও। তবে টাকা কাকে দিয়েছেন সেটি নিশ্চত করেননি।

এদিকে, শীর্ষ মানব পাচারকারী ও জামায়াত-শিবিরের অর্থ যোগানদাতা আক্তারুল শেখকে আটকের পর তাকে মুক্ত করতে মরিয়া হয়ে উঠেছে একটি পক্ষ। তার মধ্যে রয়েছে প্রভাবশালী স্থানীয় রাজনৈতিক নেতারাও।

তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, জামায়াতের অর্থ যোগানদাতা হিসেবে আক্তারুল শেখকে আটক করা হয়েছে জেনেছি, যাকে পুলিশ খুঁজছিল। এখানে আওয়ামী লীগ নেতাদের তার পক্ষে তদবিরের কোনো সুযোগ নেই। কেউ এমন করলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন।

উল্লেখ্য, ১০ বছর আগে কৃষি কাজ, চাল বিক্রি ও মোটরসাইকেল ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহ করতো আক্তারুল শেখ। পরবর্তীতে মানবপাচারের সঙ্গে জড়িয়ে এখন শত শত কোটি টাকার মালিক।

আকরামুল ইসলাম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।