কুরবানির গরুকে গোসল করাতে গিয়ে ছাত্রের মৃত্যু
কুরবানির পশু গোসল করাতে গিয়ে ফরিদপুরের কুমার নদে ডুবে নাজমুস সাকিব (২৪) নামে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে শহরের পশ্চিম আলীপুরে এ ঘটনা ঘটে। নিহত নাজমুস একই এলাকার আনিসুর রহমানের ছেলে। তিনি ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নাজমুস সাকিবের মামা নুরুল ইসলাম শাহিন মোল্যা জানান, সাকিব কুরবানির জন্য কেনা গরু বাড়ির পাশের কুমার নদে গোসল করাতে নামে। এ সময় সে পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নদ থেকে মুর্মূর্ষু অবস্থায় উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এস.এম. তরুন/এএম/এবিএস