পুলিশের সঙ্গে গোলাগুলি : অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার


প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

নরসিংদীতে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় ৩০ মিনিট গোলাগুলি শেষে চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাশাইল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ ও বাড়ির মালিক জানায়, রাত ৮টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় আহসান মঞ্জিলের মালিক মাকসুদুল কবির ফেরদৌসের কাছে বাসা ভাড়া নিতে যায় দুই যুবক। এসময় তাদের পেছনে অস্ত্রধারী আরো দুই যুবক ঘরে ভেতরে প্রবেশ করে বাসার লোকজনদের জিম্মি করে ফেলে।

পরে ঘরের আলমিরা ভেঙে স্বর্ণ ও নগদ টাকা লুট করে। এতে বাধা দিলে ডাকাতরা তাদের মারধর শুরু করেন। এসময় জিম্মিরা চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন খবর পেয়ে মেইন গেইটে তালা লাগিয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) নেতৃত্বে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে  বাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলেন। পরে ডাকাতদের আত্মসমপর্ণ করতে বললেন। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছুঁড়তে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়েন।

প্রায় ৩০ মিনিট গোলাগুলির পর চার ডাকাত পুুলিশের কাছে আত্মসমপর্ণ করেন। এসময় তাদের কাছ থেকে দুইটা বিদেশি পিস্তল একটা চাপাতি ও গোলাবারুদ উদ্ধার করেন।

সঞ্জিত সাহা/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।