শাহবাগ থানা বিএনপি নেতা লক্ষ্মীপুরে গ্রেফতার


প্রকাশিত: ১১:০৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

হত্যাসহ নাশকতার ছয় মামলার আসামি ঢাকার শাহবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নানকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিএনপি নেতা হান্নান ওই এলাকার মৃত ইছহাক মিয়ার ছেলে।

রামগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহসিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হান্নানকে গ্রেফতার করা হয়েছে।

হান্নানের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে এএসআই আরো বলেন, হান্নানের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি হত্যা মামলাসহ ছয়টি মামলা রয়েছে।

কাজল কায়েস/বিএ   

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।