কপোতাক্ষের তীরে দুই লাখ তাল বীজ রোপনের উদ্বোধন


প্রকাশিত: ১১:১৭ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের তীরে দুই লাখ তাল বীজ রোপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাটকেলঘাটা কালিবাড়ি কপোতাক্ষ নদের ধারে বীজ রোপনের উদ্বোধন করা হয়।
 
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, খলিশখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান, খলিলনগর ইউপি চেয়াম্যান আজিজুর রহমান রাজু, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় বলেন, কপোতাক্ষ নদের দুই ধারে তাল গাছের বীজ রোপন করলে একদিকে যেমন তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করবে অন্যদিকে কপোতাক্ষের বেঁড়িবাধ বাধ টেকসই হবে।

আকরামুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।