কমলনগরে জামায়াতের আমিরসহ আটক ৪


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

গোপন বৈঠক করার অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুর উদ্দিনসহ চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ২টার দিকে কমলনগর উপজেলার হাজিরহাট পশ্চিম বাজার তালপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক অন্যরা হলেন, জামায়াতকর্মী মো. জুলহাস, সাইদুজ্জামান ও ইমরান হোসেন।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, উপজেলা জামায়াতের আমিরসহ চারজন গোপন বৈঠক করছিল। এ সময় তাদের আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।