যৌন হয়রানি : দুই যুবকের কারাদণ্ড


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

ফরিদপুর শহরতলির ধলার মোড় এলাকায় এক নারীকে যৌন হয়রানির দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে ধলার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক তাদের এ কারাদণ্ডাদেশ দেন।

তারা হলেন- ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর এলাকার মো. মুছার ছেলে আকির (২৩) ও নগরকান্দা উপজেলার ফুলসুতী গ্রামের হাসমত আলীর ছেলে সজীব হাসান (২০)। এর মধ্যে আকিরকে এক মাস ও সজীবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক জানান, ধলার মোড় এলাকায় ইভটিজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসছিল। এ সময় এক নারীকে যৌন হয়রানি করতে গিয়ে তারা দুজন হাতেনাতে ধরা পড়ে। পরে আকিরকে এক মাস ও সজীবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এস এম তরুন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।