কিশোরগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ২৫


প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৬

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার করগাও এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তবে আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, নিকলী হাসপাতাল ও কটিয়াদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ঈদের আনন্দ উপভাগ করতে আজ বিকেলে করগাও উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

পশ্চিমহাটি ও দেওকশাবাদ দলের মধ্যে খেলা চলার সময় পশ্চিমহাটি দল একটি গোল করে। কিন্তু প্রতিপক্ষ দল এ গোল মেনে না নিলে উভয় দলের খেলোয়ার ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হয়।

কটিয়াদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নূর মোহাম্মদ/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।