মিঠামইনে প্রতিপক্ষের বল্লমের আঘাতে যুবক নিহত


প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৬

কিশোরগঞ্জের মিঠামইনে প্রতিপক্ষের বল্লমের আঘাতে শিমুল মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটখাল ইউনিয়নের হাশিমপুর সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শিমুল ওই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। কাটখাল পুলিশ ফাঁড়ির আইসি (ইনচার্জ) মো. সহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের আব্দুস সালামের ছেলে ওবায়দুল্লাহর (২৫) সঙ্গে শিমুল মিয়ার কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়।

এক পর্যায়ে ওবায়দুল্লাহর বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন শিমুল। এ ঘটনায় পুলিশ ওবায়দুল্লাহর ভাই ইমদাদুল হককে আটক করেছে।

নূর মোহাম্মদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।