মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে : নিহত ১


প্রকাশিত: ০৫:৩১ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আতাউর রহমান (৩০) নামে একজন নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
 
বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পোস্টকামুরী চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমানের বাড়ি মানিকগঞ্জের বারুল বাজার এলাকায়। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাস ভোর ৫টার দিকে মহাসড়কের ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় আতাউর রহমান বাসের নীচে চাপা পড়েন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
 
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবলু শেখ জানান, মরদেহের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।