ভৈরবে বিএডিসি সার গুদামটি দুই বছর যাবত বন্ধ
ভৈরবে বিএডিসি সার গুদামটি ২ বছর যাবত বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সার ডিলাররা। ফলে সময়মত সার পাচ্ছে না বলেও অভিযোগ করছেন কৃষকরা।
২০১৪ সালে ১৪ নভেম্বর উক্ত গুদামে সার চুরির ঘটনা উদঘাটন হলে বিএডিসি কর্তৃপক্ষ গুদামটি সিলগালা করে দেয়। গুদাম রক্ষক মো. খোরশেদ আলম ও ভারপ্রাপ্ত সহকারি পরিচালক রেজাউল করিম দায়িত্বে থাকাকালীন এই গুদামে ৯২ হাজার ৬শ বস্তা সার চুরির ঘটনা ধরা পড়ে।
মূলত এই গুদাম থেকেই ৪ জেলা কিশোরগঞ্জ, নরসিংদি, মুন্সিগঞ্জ ও গাজীপুর এলাকার প্রায় ৭শ সার ডিলার তাদের বরাদ্দকৃত মাসিক সার এলাকায় নিয়ে বিক্রি করতেন। কিন্তু চুরির ঘটনার পর গুদামটি বন্ধ করে দিলে এখনও কর্তৃপক্ষ তা চালু করেনি।
কিশোরগঞ্জ ছাড়া অন্য জেলার ডিলাররা এখন ভিন্ন জেলার বিএডিসি গুদাম থেকে সার সরবরাহ নিলেও ৪ উপজেলার ডিলারদের এখন কুলিয়ারচর বিএডিসি গুদাম থেকে সার সরবরাহ নিতে হয়।
এছাড়া ৪ উপজেলা কিশোরগঞ্জের ভৈরব, ইটনা, অষ্টগ্রাম ও মিটামইনের ডিলাররা আগে ভৈরব বিএডিসি গুদাম থেকে খুব সহজে কম পরিবহন খরচে তাদের এলাকায় সার নিতে পারতেন। পাশাপাশি কৃষকরাও সময়মত সার পেয়ে জমিতে ব্যবহার করতেন।
কিন্তু গুদামটি বন্ধ করে দেয়ায় এখন কুলিয়ারচর বিএডিসি থেকে সার পরিবহনে সময় অপচয়, পরিবহন ব্যয় বৃদ্ধিসহ কৃষকরা সময়মত সার পাচ্ছে না বলে একাধিক কৃষক অভিযোগ করেছেন।
অপরদিকে ডিলাররা কুলিয়ারচর গুদাম থেকে সার পরিবহন ব্যয় বেশি এবং সময়মত সার এলাকায় পৌছানো কঠিন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ বিএডিসির যুগ্ম পরিচালক দেলোয়ার হোসেন জানান, গুদামে সার পরিবহন সুবিধা নেই। এছাড়া এই গুদামে সার আমদানির জন্য একটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব কাজ শেষ হলে গুদামটি চালু করা হবে।
এফএ/এবিএস