২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ


প্রকাশিত: ১১:৩১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

বগুড়ায় বি-স্কিলফুল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে শনিবার। এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, টাঙ্গাইল ও গাজীপুর জেলায় ২০ হাজার মানুষের দীর্ঘস্থায়ী কর্মসংস্থান তথা আয়ের সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেয়া হয়েছে।

প্রশিক্ষণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় অনগ্রসর দরিদ্র এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্য নারী-পুরুষ, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ২০ হাজার মানুষের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ নিশ্চিত করার ঘোষণা দেয়া হয়।

শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বগুড়া জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সহিদুল ইসলাম খান, বগুড়া চেম্বারস অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক মাফুজুল ইসলাম রাজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিটিসি বগুড়ার অধ্যক্ষ মিজানুর রহমান, সুইসকন্ট্যাক্টের পক্ষ থেকে বি-স্কিলফুল প্রকল্পের ডেপুটি টিম লিডার মতিউর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।