ইমামকে গলাকেটে হত্যা : স্ত্রী ছেলে-মেয়ে গ্রেফতার


প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

ফরিদপুর শহরের উত্তর আলিপুর এলাকায় ইমাম মো. আবুল বাসারকে (৬০) গলা কেটে হত্যার ঘটনায় স্ত্রী, ছেলে ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার তাদের গ্রেফতার করা হয়। সেই সঙ্গে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। গত রোববার রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। তিনি সালথার গোট্টি ইউনিয়নের শাহ মখ্দুম মাজার মসজিদের ইমাম ছিলেন। পাশাপাশি তিনি কৃষিকাজ ও কবিরাজি চিকিৎসা করতেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. লোকমান ফকির সোমবার বাদী হয়ে নিহতের প্রথম স্ত্রী সাহিদা বেগম (৪০) এবং তার মেয়ে নিলুফা (২৫), ছেলে নাঈমসহ (১৬) সাতজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।       

পুলিশ জানায়, নিহতের স্ত্রীর বক্তব্যে সন্দেহ হওয়ায় সোমবার পুলিশ নিহত আবুল বাসারের প্রথম স্ত্রী, মেয়ে ও ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমুদ্দিন আহমেদ জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এ অবস্থায় কিছু বলা যাবে না।

এস.এম. তরুন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।