দেলদুয়ারে ভুয়া চিকিৎসককে জরিমানা


প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

টাঙ্গাইলের দেলদুয়ারে দেলোয়ার হোসেন নামের এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের মৌলভীপাড়া বাজার থেকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ওই চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেন।

দেলোয়ার ওই বাজারে অবস্থিত লাইফ কেয়ার নামক লাইসেন্সবিহীন একটি ক্লিনিক বসিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন। নিজে ডাক্তার না হয়েও তিনি বিভিন্ন ধরনের ল্যাবরেটরি টেস্টসহ ওই ক্লিনিকে চিকিৎসা সেবা দেন।

এ ব্যাপারে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, দেলদুয়ার উপজেলা সদরের মৌলভীপাড়া বাজার থেকে দেলোয়ার হোসেন নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে লাইফ কেয়ার নামক লাইসেন্সবিহীন একটি ক্লিনিকে ডাক্তার হিসেবে যোগদান করে দীর্ঘদিন চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন। এ অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।