বাসাইলে ১০ টাকা কেজি চাল বিক্রি


প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

টাঙ্গাইলের বাসাইলে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত খাদ্য শস্য বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলিয়া শারমিন কাশিল ইউনিয়নে এই চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলার ছয়টি ইউনিয়নে একযোগে চাল বিক্রি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, বাসাইল জোবেদা রোবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার ছয়টি ইউনিয়নের চার হাজার ৬২০ জন হতদরিদ্র প্রতি মাসে ৩০ কেজি করে চাল নিতে পারবে। বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এ ৫ মাসে তারা চাল ক্রয় করতে পারবেন।

আরিফ উর রহমান টগর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।