সরকারি চাল আত্মসাৎ : খাদ্য কর্মকর্তাসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

সরকারি চাল আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাবেক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হাসিবুল হাসানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহের নতুন বাজারের মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ অঞ্চলের দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হাসিবুল হাসান ২০১২ সালে সরকারি ৬০ মেট্রিক চাল আত্মসাৎ করে। যার বাজার মূল্য ২০ লাখ ২২ হাজার টাকা।

এ ঘটনায় ওই সময় ময়মনসিংহ অঞ্চলের দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর দুই কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করেন।

নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।