জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৪


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া বাজারে এক জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো, উপজেলার ভাওড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. লিটন মিয়া (৪০), পাইখার ভাওড়া গ্রামের নওশের আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামের আছর আলীর ছেলে নুরুল ইসলাম (৪৫)।

অপরদিকে, পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মজিবুর রহমানের ছেলে মনিরুজ্জামান শুভনকে বিকেলে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান বলেন, ভাওড়া বাজারে লিটন মেম্বারের নেতৃত্বে লাখ লাখ টাকার জুয়া খেলা চলতো। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরিফ উর রহমান টগর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।