দুই টাকার জন্য হাত ভেঙে দিলো কিশোরের


প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

টাঙ্গাইলের বাসাইলে দুই টাকার জন্য এক এতিম বালকের হাত ভাঙার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে উপজেলার কাঞ্চনপুর এলাকায়।

জানা যায়, উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকার শিপন সরকার একই এলাকার মৃত আব্দুছ ছামাদ মিয়ার ছেলে মমিন মিয়াকে (১৫) ২১ সেপ্টেম্বর বিকেলে ৩৫ টাকা দিয়ে হাফ লিটার তেল কিনতে পাঠায়। দোকানে গিয়ে দেখে তেলের দাম ৩৭ টাকা।

মুদি দোকানদার আব্দুস সালাম খানকে (৬০) মুমিন দুই টাকা পরে দেয়ার কথা বললে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তেল কিছুটা পড়ে যায়। এ সময় দোকানদার মমিনকে মারার চেষ্টা করলে মমিন দৌড়ে পালিয়ে যায়।

পরের দিন ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় মমিনকে একা পেয়ে দোকানদার আব্দুল সালাম খান লাঠি দিয়ে আঘাত করলে তার হাত ভেঙে যায়। পরে তার স্বজনরা তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মমিনের চাচা আব্দুর রউফ বলেন, মমিনের কোনো দোষ নেই। অযথা বাঁশ দিয়ে আঘাত করে হাত ভাঙা হয়েছে। স্থানীয়রা মামলা করতে বাধা দেয়ায় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগপত্র দিয়েছি।

অভিযুক্ত আব্দুস সালাম খানকে মোবাইল করা হলে তিনি সাংবাদিকের পরিচয় পেয়ে লাইন কেটে দেয়। পরে কয়েকবার মোবাইল করার পরও তিনি আর রিসিভ করেনি।

এ প্রসঙ্গে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন-অর-রশিদ বলেন, এ ঘটনায় মমিনের মা একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নোটিশের মাধ্যমে বাদী ও বিবাদীকে (২৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম খান বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

আরিফ উর রহমান টগর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।