বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ চৌধুরীর ছেলে চৌধুরী ইরান আহমেদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা  হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালতে দণ্ডবিধি ১২৪ (ক) ধারায় এ রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন।

মামলা প্রসঙ্গে আইনজীবী অ্যাড. এস আকবর খান বলেন, আদালত মামলাটি টাঙ্গাইল মডেল থানায় রুজু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্তের অনুমতির জন্য থানা কর্তৃপক্ষকে আবেদন করার আদেশ দিয়েছেন।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে চৌধুরী ইরান আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ছাড়াও বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয় বলে মন্তব্য করেন। এ কারণে তার বিরুদ্ধে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদী হয়ে এ রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন।

আরিফ উর রহমান টগর/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।