বাজিতপুরে ১৪৪ ধারা অব্যাহত


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

কিশোরগঞ্জের বাজিতপুরে সুদের টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১১৪ ধারা জারি অব্যাহত রয়েছে।

এদিকে ওই ঘটনায় বুধবার ভোর রাতে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

এরা হলো, সাইফুল ইসলাম (৪৪), সুজন মিয়া (১৯), বাছির মিয়া (৩০) ও ইউপি সদস্য মো: শামসুল আলম (৫০)।

গত মঙ্গলবার বাজিতপুরের বাঁশ মহালে দু`পক্ষের রত্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও পুলিশসহ অর্ধশত আহত হয়। এ ঘটনায়  বাজিতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখসহ আরোও অজ্ঞাত ৪০০-৪৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এদিকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় প্রশাসনের পক্ষ থেকে ১১৪ ধারা জারি অব্যাহত রয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।