১২ বছরেও ক্লু শনাক্ত হলো না!


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০১ অক্টোবর ২০১৬

২০০৪ থেকে ২০১৬। মাঝে পেরিয়ে গেছে দীর্ঘ ১২ বছর। দীর্ঘ এই সময়ে নৃশংস হত্যাকাণ্ডের মতো একটি ঘটনায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা পরিবর্তন হয়েছেন ১২ জন। আদালত থেকেও বারবার পুনঃতদন্তের নির্দেশ মিলছে। কিন্তু তারপরও খুনিরা অধরা।

বগুড়ার প্রবীণ সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যা মামলার ১২ বছর পূর্তি আজ। দীর্ঘ সময় ধরেই মামলাটির তদন্ত কার্যক্রম নিয়ে চলেছে লুকোচুরি। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরেও মামলার মোটিভ উন্মোচনে পুলিশ আগ্রহ দেখায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২ সালে তৃতীয় বারের মতো সিআইডি পুলিশ বগুড়ার চাঞ্চল্যকর এই হত্যা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এরপর বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে কয়েক দফা শুনানির পর বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ২০১৪ সালে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন। নির্দেশনা অনুসারে ১২নং তদন্তকারী পুলিশ কর্মকর্তা হিসেবে ডিবির এসআই মজিবর রহমান সেটি তদন্ত করছেন।

সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে ডিবি পরিদর্শক আমিরুল ইসলাম জানান, এখনো এই মামলার কোনো কূল কিনারা হয়নি। আসলে ক্লু পাওয়া না গেলে তদন্ত অগ্রগতি করা অসম্ভব। যার জন্য সর্বশেষ তদন্ত কার্যক্রম নিয়েও সংশয় থেকেই যাচ্ছে। আর এ আই মজিবর রহমান জানান, অনেক মামলার চাপ। এই মামলাটি তদন্তে বিশেষ কোনো সময় দিতে পারছেন না। আর কোনো ক্লুও পাওয়া যাচ্ছে না।

কর্মস্থল থেকে ফেরার পথে ২০০৪ সালের ২ অক্টোবর রাতে বাড়ির গেটের সামনে সন্ত্রাসীরা প্রবীণ সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীকে গলাকেটে হত্যা করে। এরপর দীর্ঘ সময় ধরেই এই হত্যা মামলাটির তদন্ত নিয়ে চলছে লুকোচুরি।

দফায় দফায় মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন, ক্লু-লেস মামলা হিসেবে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল এবং পরবর্তী সময়ে আদালত থেকে সেটা প্রত্যাহার করে আবারো একই থানা-পুলিশের কাছে তদন্তের জন্য প্রেরণের বিষয়টি আরো জটিল করে তুলেছে পরিস্থিতি। দীর্ঘ সময়ে ১২ জন পুলিশ কর্মকর্তার হাতবদল হয়েছে হত্যা মামলাটি। তারপরও হত্যার মোটিভ ও হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি!

এ ব্যাপারে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর বলেন, একজন সাংবাদিক এভাবে খুন হবে আর তার খুনিরা শনাক্ত হবে না, খুনের বিচার হবে না, এটা মেনে নেয়া যায় না। আমরা সাংবাদিকরা যতদিন এই রহস্য উন্মোচন না হবে, ততোদিনই বিচার চাইতে থাকবো।

তিনি বলেন, ১২ বছর পূর্তিতে রোববার বগুড়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হবে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।