পিভি পাওয়ার প্লান্টের ৫০০ একর ভূমি অধিগ্রহণ শুরু


প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০১ অক্টোবর ২০১৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর মোহন মিয়া ও চর মৈজদ্দিন মৌজার বিস্তৃর্ণ ৫০০ একর জমি অধিগ্রহণের মাধ্যমে ১০০ মেগাওয়াট গ্রিড কানেকটেড সোলার পিভি পাওয়ার প্লান্ট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, গাজীরটেকে সোলার পাওয়ার প্লান্ট স্থাপনে ভূমি মালিকদের আপত্তি থাকায় গত ২৫ সেপ্টেম্বর ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দুইটি মৌজার জমি অধিগ্রহণের বিষয়ে মালিকদের শুনানির দিন ধার্য ছিল।

ভূমি মালিকদের আপত্তি থাকায় শুক্রবার বিকেলে জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া সরেজমিন স্থানটি ঘুরে জমি অধিগ্রহণ শুনানি কার্যক্রম সম্পন্ন করেন।

শুনানিকালে জমির মালিক গণ জেলা প্রশাসকের নিকট ভূমি অধিগ্রহণে তারা তাদের জমির ন্যায্য মূল্যে পাওয়ার দাবি জানায়। জেলা প্রশাসক উপস্থিত জনসাধারণের সকল সুখ-দুঃখের কথা শুনেন এবং আইন অনুযায়ী তাদের বাসস্থানসহ চাষাবাদের জমির ন্যায্য মূল্য নিজ হাতে ভূমি মালিকদের হাতে তুলে দেয়ার আশ্বাস দিয়ে শুনানি শেষ করেন।
 
জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ডকেএম কামরুজ্জমাান সেলিম, উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রোকসানা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন ও গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো ইয়াকুব আলী প্রমুখ।

এস.এম. তরুন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।