ভৈরবে একই পরিবারের ৩ জন এসিড দগ্ধ


প্রকাশিত: ০৬:৩২ এএম, ০২ অক্টোবর ২০১৬

ভৈরব পৌর এলাকার কমলপুর গ্রামে একই পরিবারের তিনজন এসিডদগ্ধ হয়েছেন। পারিবারিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। শনিবার রাতে ওই বাসায় এ ঘটনা ঘটে।

এসিডদগ্ধরা হলেন, মো. জাহাঙ্গীর (৩৭), তার স্ত্রী জাহানারা বেগম (৩৫) ও সন্তান শাওন (১২)।

রাতে এ ঘটনার পরই এসিড দগ্ধদের ভৈরব উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

জানা গেছে, জাহানারা বেগমের বাড়ি ময়মনসিংহে এবং জাহাঙ্গীর তার ৫ম স্বামী। জাহাঙ্গীরের বাড়ি ভৈরব পৌর এলাকার আমলা পাড়া হলেও সে তার ২য়  স্ত্রীকে নিয়ে কমলপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জাহানারা বেগমের প্রথম স্বামীর ঘরে ৩ সন্তান রয়েছে। তাদের নিয়েই তিনি স্বামীর সঙ্গে বসবাস করতেন।

শনিবার রাত ১০টার দিকে জাহাঙ্গীর তার বাসায় একটি বোতলে এসিড জাতীয় তরল পদার্থ দেখে স্ত্রীকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে দুজনের মধ্য বাকবিতণ্ডা শুরু হয়। এসময় তাদের ধস্তাধস্তিতে বোতলের এসিড পড়ে তারা আহত হন। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে বাসায় এসে তাদেরকে ভৈরব উপজেলা হাসপাতালে পাঠায়।

প্রতিবেশী বিল্লাল হোসেন মোল্লা জনান, রাতে ওই পরিবারের চিৎকার শুনে আমরা বাসায় গিয়ে ঘটনা বুঝতে পেরে তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ভৈরব উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, এসিডদগ্ধদের অবস্হা গুরুতর বলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আসাদুজ্জামান ফারুক/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।