পাকুন্দিয়ায় নির্বাচন ৩১ অক্টোবর : মাঠে সম্ভাব্য প্রার্থীরা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগামী ৩১ অক্টোবর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ৬ অক্টোবর পর্যন্ত।
৮ অক্টোবর মনোনয়ন যাচাই-বাছাই ও ১৫ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৬ অক্টোবর। গত মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মো.মুঞ্জুরুল আলম নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
এদিকে, তফসিল ঘোষণার পর পরই মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলররা। ভোটারদের কাছে গণসংযোগের পাশাপাশি প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে তোড়জোড় শুরু করেছেন। দলীয় সমর্থন আদায়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নানা কৌশলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, সাবেক সহ-সভাপতি শামসুদ্দোহা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মিসবাহ উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. হাবিবুর রহমান চুন্নু, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন ও বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ।
বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মো.জালাল উদ্দিন ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান খোকন দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন।
এ বছরের শুরুর দিকে সারা দেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় কিশোরগঞ্জের ৮টি পৌরসভার মধ্যে ৭টির নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ না হওয়ায় তখন তখন পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন করা যায়নি।
পাকুন্দিয়া পৌরসভার ভোটার সংখ্যা হচ্ছেন ২০ হাজার ৪৭৫ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৪৭৫ ও নারী ভোটার ১০ হাজার ৩০৬ জন।
নূর মোহাম্মদ/এফএ/আরআইপি