সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যার বিচারের দাবি


প্রকাশিত: ১০:৫৩ এএম, ০২ অক্টোবর ২০১৬

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি দীপংকর চক্রবর্তী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দীপংকর চক্রবর্তী হত্যাকাণ্ডের দীর্ঘ এক যুগ অতিবাহিত হলেও পুলিশ হত্যার কোনো রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করা হয়।

সমাবেশে দীপংকর চক্রবর্তী হত্যাকাণ্ডের রহস্য উম্মোচন ও হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়। পরে পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

পুলিশ সুপার পক্ষে স্মারকলিপি নেয়ার পর বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, বিষয়টি তিনি পুনরায় তদন্ত করে ক্লু উদ্ধার ও হত্যাকারীদের গ্রেফতার করার ব্যবস্থা করবেন।   

মামলার আইনজীবী বিনয় কুমার দাস বিশু জানান, বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক চলতি মাসের ২৭ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা বগুড়া গোয়েন্দা পুলিশের এসআই মজিবর রহমান জানান, ২০১৪ সালে মামলাটি হাতে পাবার পর এখনো মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বিভিন্ন আঙ্গিকে তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না।

মামলাটির তদন্ত অগ্রগতি সম্পর্কে আগামী ২৭ অক্টোবর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। এর মধ্যে মামলার একটি সুরাহা করা হবে।

উল্লেখ্য, সাংবাদিক দীপংকর চক্রবর্তী ২০০৪ সালে ২ অক্টোবর রাতে বগুড়ার শেরপুরে তার নিজ বাড়ির সামনে নৃশংস ভাবে দুষ্কৃতিকারীদের হাতে খুন হন। এরপর দীর্ঘ ১২ বছরেও খুনিদের গ্রেফতার বা শনাক্ত করা সম্ভব হয়নি।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।