ছাত্রলীগের সভাপতিসহ ৬৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০২ অক্টোবর ২০১৬

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদকে প্রধান আসামি করে ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

দায়িত্ব পালনে বাধা, পুলিশের ওপর হামলা ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে শনিবার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) আল মামুন।

মামলায় অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার সরকারি আজিজুল হক কলেজের ছাত্রলীগ নেতা ইব্রাহীম হোসেন ওরফে সবুজ (২১) হত্যার ঘটনায় বেনজির আহমেদের নেতৃৃত্বে আসামিরা কলেজের নতুন ভবনের সামনে সাতমাথা-তিনমাথা সড়ক অবরোধ করেন। এসময় বেনজির ও তার সহযোগীরা দায়িত্বরত স্টেডিয়াম ফাঁড়ির এসআই আল-মামুনের ওপর হামলা চালান। এক পর্যায়ে তারা আল-মামুনের মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন।

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসলাম আলী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে ছাত্রলীগ কর্মী ইব্রাহীম হোসেন ওরফে সবুজ হত্যার ঘটনায় তার চাচা হারুনুর রশিদ বাদী হয়ে শুক্রবার রাতে শহরের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওরফে নুরুকে প্রধান আসামি ও ১৬ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরো ১২ জনকে আসামি করে সদর থানায় আরেকটি হত্যা মামলা করেন। ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রিকশা ভাড়া নিয়ে সরকারি আজিজুল হক কলেজের পুরোনো ভবন এলাকায় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও তার সহযোগীদের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী ইব্রাহীম হোসেন নিহত হন।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।