ফরিদপুরে অ্যাম্বুলেন্স চাপায় কৃষক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ০২ অক্টোবর ২০১৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় অ্যাম্বুলেন্স চাপায় মালেক সরদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৈলডুবী গ্রামের বাধাঁনো ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে সদরপুরগামী সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালের অ্যাম্বুলেন্স চাপা দিলে ওই কৃষক গুরুতর আহত হন। উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই হায়দার সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ভাই ক্ষেত থেকে কাজ করে বাড়ি ফিরছিল। এমন সময় সৌদি বাংলা হাসপাতালের অ্যাম্বুলেন্সটি বেপোরোয়া গতিতে এসে পেছন থেকে চাপা দিলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সদরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আক্কাস হোসেন বলেন, অ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

এস.এম. তরুন/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।